
আসানসোল,জয়ন্ত সাহা:
আসানসোলের আপকার গার্ডেন। স্বাধীনোত্তর সময়ের এই দলীয় কার্যালয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে ।তিনি যখন দলীয় কর্মী এবং পুলিশমন্ত্রী ছিলেন তখন তিনি দলীয় কাজে এসে কোনও গেস্ট হাউসে উঠতেন না।। এই কার্যালয়ে আসতেন,দলীয় বৈঠক করতেন। এমনকি রাত্রিযাপন করেতেন এই কার্যালয়ে। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আড্ডা গেস্ট হাউসে উঠতেন।তখন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলেন পার্থ মুখোপাধ্যায়। বর্তমানে তিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য । এখন এই কার্যালয়ের দায়িত্ব তার হাতে। পার্থ বাবুর অনেক স্মৃতি রয়েছে বুদ্ধবাবুর সঙ্গে। বুদ্ধদেব ভোটার্যের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন আসানসোলের বিভিন্ন শিল্পতালুক তার আমলে গড়ে উঠেছে। । বার্নপুর ইসকো কারখানার আধুনিকীকরনের পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যর অবদান রয়েছে। ইস্কো বাঁচাও আন্দোলনেও ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর বড় ভূমিকা।