
অনুসুয়া সিনহা,দূর্গাপুর,আসানসোল: আসানসোল লোকসভা আসন নিয়ে চিন্তায় রয়েছে ঘাসফুল শিবির ।আর তাই এই বিষয়ে সোমবার জরুরি বৈঠকে বসতে চলেছেন তৃনমূল সুপ্রিমো বলে সূত্রের খবর।এই সভায় উপস্থিত থাকবেন মলয় ঘটক সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব বলে জানা গেছে
সোমবার আনুমানিক সন্ধ্যে ৬.৩০ টায় দুর্গাপুরে কাজী নজরুল বিমানবন্দরে নামছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী দু দিন পুরুলিয়া এবং বাঁকুড়া তে মিটিং থাকলেও সোমবার এয়ারপোর্ট থেকে সড়কপথে দুর্গাপুর সার্কিট হাউসে।প্রশাসনিক সূত্রে জানা গেছে মমতা ব্যানার্জী সার্কিট হাউসে ঢুকেই আসানসোল লোকসভা নিয়ে সাংগঠনিক সভা করবেন।এই সভায় ডাক পড়েছে শ্রমমন্ত্রী মলয় ঘটক,এ ডি ডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আসানসোল লোকসভার অন্তর্ভুক্ত সমস্ত বিধানসভার বিধায়কদের।দলের ট্রেড ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত দাশু শিবনারায়ণ এবং অভিজিৎ ঘটককেও আসতে বলা হয়েছে এই সভায়।আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃনমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লাখ ভোটে জিতলেও পুলিশের গোপন আই বি রিপোর্টে চিন্তার ভাঁজ সুপ্রিমোর কপালে।
তবে উল্লেখযোগ্য ভাবে মুখ্যমন্ত্রীর ঘেরাটোপে যাওয়ার জন্য যে বিশেষ সিকিউরিটি পাশ লাগে তার থেকে বাদ পড়েছে দুর্গাপুরের দুই শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি এবং বিশ্বনাথ পাড়িয়াল।
এ নিয়েই তীব্র ক্ষোভ বিশ্বনাথ পাড়িয়াল শিবিরে।