
জয়ন্ত সাহা ,আসানসোল: অবশেষে আসানসোল শিল্পাঞ্চল বাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। আসানসোলের ব্যস্ততম রাস্তা শশীভূষণ গড়াই রোডের আসানসোল আদালত চত্বর সংলগ্ন রেল গেটের উপর ব্রিজ নির্মাণ ও বার্নপুরের দামোদর স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে আন্ডার পাশ করার অনুমোদন করল রেল। রেলের একটি অনুষ্ঠানে এসে একথা ঘোষণা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।আসানসোল শহরের জিটি রোডের পরে ব্যস্ততম রাস্তা হল শশীভূষণ গড়াই রোড। এই রাস্তায় আসানসোল জেলা হাসপাতাল সহ বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কুল এবং আদালত রয়েছে। অপরদিকে আদ্রা ডিভিশনের এই দুটি রেল গেট রেল চলাচলের জন্য ঘন ঘন বন্ধ করে দিতে হয়। স্বাভাবিকভাবেই জনগণের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অতিরিক্ত সময় লাগে। তাই এই রাস্তায় ঘন ঘন যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই অবস্থায় এলাকায় রেলের একটি ওভারব্রিজ ও আন্ডারপাস গড়ার কথা ঘোষনা করেন অগ্নি মিত্রা পাল।রেলের এই সিদ্ধান্তে আশার আলো দেখছে শহরবাসী।
অপরদিকে কোর্টের রেলগেট সংলগ্ন এলাকায় শতাধিক ব্যবসাদার রয়েছে রয়েছে মাছ বাজার ও সবজি বাজার রেল মন্ত্রকের কাছে এই ব্যবসায়ীদের আবেদন তাদের ব্যবসার কথা মাথায় রেখে এই ব্রিজ নির্মাণ হলে তাদের ভালো হয়।আন্ডারপাস ও ব্রিজ নির্মাণের কথা শুনে খুশি আসানসোল আদালতের আইনজীবী রমা মন্ডল ও।তিনি বলেন এই কাজগুলি দ্রুত শেষ হলে দীর্ঘ দিনের সমস্যা মিটবে।
সামনেই লোকসভা নির্বাচন ,তার আগে রেল দফতরের এই উদ্যোগে খুশি বিজেপি সমর্থকেরা।এই কাজ দল কে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে গেরুয়া শিবির।