
জয়ন্ত সাহা, আসানসোল: কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া অবধি ভিন রাজ্যে আলু রফতানি করা যাবেনা । সেই মতোই আলু রফতানি রুখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন । ।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসেছে প্রসাশন।
।সীমান্ত গুলিতে চলছে কড়া নজরদারি।পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার পুলিশ। ,এরফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা।তিনদিন ধরে বাংলা ঝাড়খন্ড সীমানা চেকপোষ্টের কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।
অপরদিকে আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপ,এবং ভিনরাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।