
জয়ন্ত সাহা, আসানসোল:
আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য তথা দেশ।পড়ুয়া ডাক্তারের খুন ও ধর্ষনের সঙ্গে জড়িত অপরাধীদের কঠিন সাজার দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলছে দেশ জুড়ে ।এই আবহে মহিলাদের সুরক্ষায় এগিয়ে এল বিজেপি।নারী সুরক্ষায় আসানসোল শহরের জন্য প্রহরী নামে অ্যাপ চালু করল গেরুয়া শিবির ।এই প্রহরী অ্যাপে দুটি হেল্পলাইন নাম্বার ও রয়েছে।রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের সূচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষেন্দু মুখার্জী।কৃষেন্দু মুখার্জী বলেন এখন আসানসোল শহরের জন্য এই অ্যাপ চালু করা হল।২৫ জন স্বেচ্ছাসেবক থাকবে এই প্রহরীতে।যদি কোনো মহিলা বিপদে পড়লে হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রহরীর সদস্যরা মহিলাদের সুরক্ষিত স্থানে পৌচ্ছে দেবে।24 ঘন্টা এই হেল্পলাইন নাম্বার চালু থাকবে।আগামীদিনে আসানসোল সহ বিভিন্ন এলাকায় এই প্রহরী অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন কৃষেন্দু মুখার্জী।
অন্য দিখে তৃনমুল তরফ থেকে এই বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন তৃনমুল রাজ্য নেতা শিব দাসেন দাশু ।