
জয়ন্ত সাহা, আসানসোলঃ ট্রেনের ধাক্কায় রেল কর্মী আহত। ঘটনাটি ঘটেছে, কুলটির সীতারামপুর তিন নম্বর ব্রিজের কাছে। জানা গিয়েছে, রেললাইনে মেরামতির কাজ করছিলেন রেল কর্মীর, সে সময় একটি মালগাড়ি এক কর্মীকে ধাক্কা দেয়। আহত কর্মীকে আসানসোল রেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে বিক্ষোভ দেখায় রেল কর্মচারীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেক রেলের ট্রেড ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা।
তাদের অভিযোগ নিরাপত্তা না দিয়ে কাজের চাপ বাড়িয়ে কাজ করানো হচ্ছে কর্মীদের। এই ঘটনার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রত্যেক ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা।