
ওঙ্কার ডেস্ক:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের হুঁশিয়ারির পরে নড়ে চরে বসেছে পুলিশ ও প্রশাসন। বেআইনি ভাবে দখল করে রাখা সরকারি জমিকে মুক্ত করতে ময়দানে নেমেছে প্রশাসন।নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আসানসোল শহরে পুকুর ভরাট করে আর এস এস এর একটি তিনতলা ভবন তৈরি করা হয়েছে। তার পরেই সক্রিয় হয় নড়েচড়ে বসে আসানসোলর পৌর নিগম ও বি এল আর ও দপ্তর ।বৃহস্পতিবার তারা আসানসোলের ধাতকা অঞ্চলের আর এস এস এর ভবনে অভিযান চালায় । সকল কাগজ পত্র খতিয়ে দেখেন। এই বিষয়ে আর এস এস সংগঠনের পক্ষ থেকে 10 দিনের সময় চাওয়া হয়েছে বলে জানা গেছে।