
জয়ন্ত সাহা, আসানসোল : একদিকে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বসে মানুষ. এর মাঝেই এবার তীব্র জলকষ্টের ছবি ধরা পড়ল আসানসোলে. আর তাই দফায় দফায় কুলটি বিধানসভার বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় মানুষজন। গত তিন দিন ধরে কুলটির ৬৬ নম্বর ওয়ার্ড এবং ১০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা. আসানসোল পৌরনিগমের এই দুটি ওয়ার্ড থেকে বড় মাত্রায় জয় পেয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, সেই কারণেই তৃণমূলের পক্ষ থেকে পানীয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
আশ্বাস তো মিললো. তবে, কেন বারবার এভাবে জলকষ্টে ভুগতে হয় তাঁদের, প্রশ্ন এলাকাবাসীর. শেষ পর্যন্ত কবে মিটবে পানীয় জলের এই সমস্যা, সেটাই এখন দেখার.