
সুকান্ত চট্টোপাধ্যায়ঃ পঞ্চায়েত ভোট গণনার দিন ভাঙচুর হওয়া বিজেপি এজেন্ট অশোক বারিকের বাড়ি ও দোকান পরিদর্শন করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও কথা বললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।
ভোট পরবর্তী হিংসায় হাবরা দু’নম্বর ব্লকের বিরা রাজিবপুর বাজার এলাকায় বিজেপিকর্মী অশোক বারিকের বাড়ি এবং দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি দোকান বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল তৃণমূল বিধায়ককে কড়া হুঁশিয়ারি দেন। প্রিয়াঙ্কা টেব্রিওয়াল এবং সুকান্ত মজুমদার দুজনেই অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এই ঘটনায় মদত দেবার অভিযোগ করেন। এমনকি বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দেন। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী বিজেপি কর্মীর অশোক বারিকের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্যের কথা বলেন। যদিও অশোকবাবু বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা আর্থিক সহযোগিতা নিতে রাজি হননি। তবে নতুন করে আর কোন ঝামেলা অশান্তি হবে না বলে আশ্বাস দেন তৃণমূল বিধায়ক।