
প্রতীতি ঘোষ,অশোকনগর : তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। সব মিলিয়ে রাতভর অশোকনগরে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দীঘরা উত্তরপাড়া এলাকায়। চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায় এলাকার এক জামাই মদ্যপ অবস্থায় মশারফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটুক্তি করে। এরপর আনোয়ার মণ্ডল কে এলাকার মহিলারা মারধর করে। তারপর এলাকায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
কিন্তু কিছু সময় পর আবারো দলবল নিয়ে এসে এলাকায় বোমাবাজি করে ও গুলিও ছুড়তে থাকে। গুলির আঘাতে জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। রবিবার গভীর রাতে অশোকনগরের দিঘড়া উত্তরপাড়া এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার পর রাতেই ঘ ঘটনাস্থলে পৌঁছান অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিলেন ফিয়াই হাবরা অনুপম চক্রবর্তী। রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। বর্তমানে গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ।
তল্লাশি চালিয়ে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশের তরফে বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিন ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তোলা হয় বারাসাত আদালতে। প্রসঙ্গত রবিবার গভীর রাতে অশোকনগরের দিঘড়া উত্তরপাড়া এলাকায় দুষ্কৃতীরা গুলি চালায় ও বোমাবাজি করে তাতে জখম হয়। সাগর দাস নামে এক যুবক। যুবকের কোমরের কাছে গুলি লাগে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।