
স্পোর্টস ডেস্ক : তিতাস একটি নদীর নাম। তিতাস ইতিহাসেরও নাম। দেশের হয়ে যুব বিশ্বকাপ জিততে চলতি বছর ভারতকে সাহায্য করেন চুঁচুড়ার তিতাস সাধু। আর এদিন এশিয়ান গেমস ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ১ মেডেন সহ ৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এদিন তিতাসের বাবা রণবীর সাধু জানালেন, পরিশ্রম আর সাধনার ফল। ও কখনও অল্পতে সন্তুষ্ট হয় না এটাই ওর বড় বৈশিষ্ট। এশিয়ান গেমসে যাওয়ার আগে কঠিন অনুশীলন করেছিল। সেই ফল ও পেলো। খুব ভালো লাগছে। আর ও যে প্রথম একাদশে সুযোগ পাবে সেই বিষয়ে তেমন নিশ্চিত ছিল না। সেই কারণে সাফল্য পেয়েছে ভালো লাগছে।’ তিতাসের পছন্দর কোনো রান্না কী করা হবে! তিতাসের বাবা জানালেন, বেশি সময় পাওয়া যাবে না। কারণ এরপরেই সিনিয়র দলের সঙ্গে খেলতে চলে যাবে। তবে ২৯ সেপ্টেম্বর ওর জন্মদিন। ইচ্ছা আছে চাইনিজ খাবার ওর পছন্দ সেটা খাওয়ানো। তবে চিন থেকে ঘুরে আসছে। সেখানে চাইনিজ খাবারই খেয়ে আসবে।’ তিতাসের পাড়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব