
ওঙ্কার ডেস্ক: রাজধানীতে বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে আম আদমি পার্টি। হেরে গিয়েছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও পরাস্ত হয়েছেন। হেভিওয়েটদের মধ্যে জিতে মানরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তিনি কালকাজি কেন্দ্র থেকে বিজেপির রমেশ বিধুরীকে পরাজিত করে জয়ী হয়েছেন। জয়ী হওয়ার পর অতিশীকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শনিবার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কর্মী সমর্থকদের সঙ্গে কোমর দোলাতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।
অতিশীর নাচের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনায় সরব হয়েছেন তাঁরই দলের অনেকে। তাঁরা প্রশ্ন তুলেছেন, দিল্লিতে ক্ষমতা হারিয়েছে আপ, পরাজিত হয়েছেন শীর্ষ নেতৃত্ব, তার পরেও কীভাবে অতিশী আনন্দ উদযাপনে সামিল হলেন। তাহলে কী দলের পরাজয়ের চেয়ে নিজের জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী? আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল সমালোচনার করে এই ঘটনাকে ‘নির্লজ্জ প্রদর্শন’ বলে কটাক্ষ করেছেন।
উল্লেখ্য ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ৪৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি। প্রায় ৪৬ শতাংশ ভোট পেয়েছে দলটি। দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। যদিও শূন্য হাতে ফিরতে হয়েছে কংগ্রেসকে।