
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: ‘জওয়ান’ জাদুতে মুগ্ধ গোটা দেশ। রাত জেগেও এস আর কে -এর এই ছবি দেখেছেন শাহরুখ ভক্তরা। এই ছবির নেপথ্যে রয়েছেন এমন এক মানুষ যিনি ইতিমধ্যেই হয়ে উঠেছেন বহু মানুষের ইনস্পিরেশন। তিনি অ্যাটলি কুমার। এক সময় বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকে। স্ত্রীর সঙ্গে অ্যাটলি কুমারের ছবি এক সময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে অ্যাটলির পাশে তার সুন্দরী স্ত্রীকে দেখে অনেকেই ট্রোল করেছিলেন অ্যাটলিকে। তার চেহারা গায়ের রং নিয়ে নানা বিধ মন্তব্য করেন নেটিজেনরা। সেই অ্যাটলি এবার আলোচনার শীর্ষ । দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কাজ করেছেন সাউথের বড় বড় অভিনেতাদের সাথে। তবে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের সাথে কাজ করার স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখেছেন তিনি। ‘জওয়ান’ ছিল তার ড্রিম প্রজেক্ট। শোনা যায় এই ছবিতে কিং খান এর সাথে কাজ করার জন্য তাকে অনেক কাটখড় পোড়াতে হয়েছে। আর ‘জওয়ান’ রিলিজ হওয়ার পর যা হলো এক কথায় মুহূর্তেই বদলে দিয়েছে অ্যাটলির জীবন। এখন আর শুধু সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, গোটা ভারত চেনে অ্যাটলিকে। রিলিজের পরেই রীতিমত রেকর্ড করেছে এই ছবি। যদিও ছবির গল্প নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কানাঘুষো। তবে সর্বভারতীয় স্তরে নিজের পরিচিতি গড়ে অ্যাটলি যে ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন তা বলাবাহুল্য ।