
ওঙ্কার বাংলা ডেস্ক: নজিরবিহীন সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার। প্রাপ্ত বয়স্ক নয় এমন ছেলে মেয়েদের জন্য সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করল সে দেশের সরকার। এই মর্মে অস্ট্রেলিয়ার সেনেটে পাশ করা হয়েছে বিল। রীতিমতো আইন করে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট-সহ সমস্ত সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কমবয়সীদের জন্য সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা বিশ্বে এই প্রথম। এর আগে পৃথিবীর কোনও দেশ এমন পদক্ষেপ করেনি।
ঠিক কী বলা হয়েছে অস্ট্রেলিয়ার নতুন আইনে? আইনে বলা হয়েছে ১৬ বছরের থেকে কম বয়সী কেউ যদি সমাজমাধ্যম ব্যবহার করে, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ছোটরা যাতে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে না পারে সংশ্লিষ্ট সংস্থাকে সেই বিষয়টি দেখতে হবে। কোনও সংস্থা যদি আইন মানতে ব্যর্থ হন, তবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। আইনে বলা হয়েছে আইন ভাঙলে তিন কোটি ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে সংস্থাকে।
ছোটদের জন্য ফেসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রামের উপর কেন নিষেধাজ্ঞা? এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সমাজমাধ্যম নিষেধাজ্ঞার পক্ষে। অস্ট্রেলিয়া সংসদের উভয়কক্ষে বিলটি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে পাশ হয়ে যায়। সেনেটে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৪টি। আর বিরোধিতা করে ভোট দিয়েছেন ১৯ জন। পাশাপাশি, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ্সে বিলের পক্ষে ভোট পড়েছে ১০২টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন।