
অমিত কুমার দাস: মামলায় বাংলার হয়ে সওয়াল বিচারপতির। বৃহস্পতিবার বাংলায় শুনানি হলে আপত্তি কোথায় প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইংরেজরা ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ যদি করে তাহলে কেন বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রচেষ্টা করবো না আমরা,প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এজলাসে তাঁর মন্তব্য মানেই খবর। তাঁর একাধিক পর্যবেক্ষণে শাসকদল বারবার সমস্যায় পড়েছে। তাই নয় প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের ডেকে প্রশ্ন বানে জর্জরিত করেছেন একাধিকবার। সেই তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সওয়াল করলেন বাংলা ভাষাকে নিয়ে। বৃহস্পতিবার এজলাসে বসে তিনি বলেন,
বাংলা ভাষায় শুনানিতে আপত্তি কেনো ? আমাদের মাতৃ ভাষায় কথা বলতে অসুবিধা কিসের ? কেউ আমার কাছে বাংলায় মামলা করলে আমি তো গ্রহণ করি ।এতে অন্যদের আপত্তি থাকার কথা নয়। তিনি আরও যোগ করেন সামনের বইমেলায় বেশ কিছু বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বই বেরোচ্ছে। আমার নিজেরও একটি কবিতার বই প্রকাশিত হচ্ছে। এরপর ইংরেজরা ইংরেজি ভাষার উন্নতি প্রসঙ্গ এনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,ইংরেজরা ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালতসহ বিভিন্ন জায়গায় ইংরেজি ভাষার প্রচলন করেছিল, তাহলে আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা চালাবো না কেন?