
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ তমলুক আসনে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করল বিজপি। এই আসন থেকে, তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ত্রিমুখী লড়াই এ জমজমাট তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রে চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরেই বিজেপি তে যোগ দেন তিনি। প্রাক্তন বিচারপতিকে লোকসভায় পাঠাতে চাইছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তমলুক আসন বিজেপির জন্য অপেক্ষাকৃত অনেকটাই নিরাপদ। এমনই নিরাপদ আসনই বেছে নেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য। জিতলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মন্ত্রী করা হতে পারে, বলে খবর বিজেপি সূত্রে।