
অমিত দাস, কলকাতাঃ বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১০টা ৩৫ নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সরাসরি ইস্তফার চিঠি ডাকযোগে পাঠান। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গেও দেখা করেছেন তিনি।
এদিনই দুপুর ২টোয় নিজের সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন তিনি। বড় কোনও ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, মঙ্গলবারই সমস্ত প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছিলেন প্রক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি কোন দলে যোগদান করবেন, তা নিয়ে নিয়ে তুঙ্গে জল্পনা।