
অপরূপা কাঞ্জিলালঃ বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে। দু’জনকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি তুলতে দেখা যেত, দেখা যেত তাদের মধ্যে মাখো মাখো রসায়ন। কিন্তু, বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কারণ, বিবাহ বিচ্ছেদের জল্পনা! যা শুনে রীতিমত উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভক্তরা।নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় হচ্ছে বি-টাউন। শোনা যাচ্ছে, একসঙ্গে আর থাকছেন না তারা। আর এবার সামনে উঠে এল এক অন্য ছবি! অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে হাজির হলেন অ্যাশ। গোটা বচ্চন পরিবারের সঙ্গে হাসিমুখে দেখা মিলল বহুরানি ঐশ্বর্য-র।ম্যাচিং আউটফিটে বচ্চন পরিবার। কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল পিসতুতো দাদার ছবি দেখতে। নাতির ডেবিউ ছবি নিয়ে উচ্ছ্বাস ছিল অমিতাভের চোখে-মুখে। যদিও পাপারাৎজিদের দেখে এদিনও মেজাজ হারাতে দেখা গেল জয়া বচ্চনকে। তিনি অবশ্য পরিবারের সঙ্গে খাপ খাইয়ে কালো পোশাক পরেননি, অফ হোয়াইট আর সোনালি কাফতানে দেখা মিলেছে তার। অগস্ত্যর দিদি নভ্যা, মা শ্বেতা এবং তার স্বামী নিখিল নন্দাও ছিলেন সেখানে।
এহেন ঘটনা দেখে অনেকেরই মনে হতে পারে যে, এই দুই স্টারের মাঝে তাহলে সবটা ঠিকই রয়েছে। কিন্তু না এখানেই টুইস্ট,প্রকাশ্যে আসা ভিডিও সে ইঙ্গিত করল না মোটেও। কারণ পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন চিনতেই পারলেন না ঐশ্বর্য রাই বচ্চন। তার হাত ধরে থাকা মেয়ে আরাধ্যার দিকেও ঘুরে তাকালেন না অভিষেক এমনকি তার হাতে তার বিয়ের আংটিরও দেখা মেলেনি। যা দেখে নেট দুনিয়ার একাংশ বলে উঠলেন,তাদের বিবাহ বিচ্ছেদ এর জল্পনা হয়তো নেহাতই কল্পনা সৃষ্ট নয়। অন্যদিকে শোনা যাচ্ছে যে, ঐশ্বর্য রাই বচ্চনকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন। তবে নানান জায়গাতে এখনও ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে। যদিও অভিষেক বচ্চনের সঙ্গে তিনি যে এখন আর থাকেন না, তা এক প্রকার স্পষ্ট। তবে কি সত্যিই ভাঙছে তাদের সংসার? প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন তারাই।