
অপরূপা কাঞ্জিলাল: সম্প্রতি নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেক বচ্চনের। শোনা যাচ্ছে, নিমরত কৌরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে বিয়ে ভাঙতে চলেছে অভিষেকের। বলি পাড়ার গুঞ্জন অভিষেক আর ঐশ্বর্য্যের সম্পর্কে কিছু সমস্যা চলছে। শোনা যাচ্ছে ঐশ্বর্য্য নাকি আর জলসায় থাকছেন না। অন্যদিকে বাবা মায়ের সঙ্গেই থাকছেন অভিষেক।কিন্তু এর নেপথ্যে থাকা কারণ এখনও সঠিকভাবে জানা না গেলেও এই মুহূর্তে কানাঘুষো তাঁদের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যার জেরেই নাকি দূরত্ব তৈরি হয়েছে অভিষেক ঐশ্বর্য্যর মধ্যে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। সূত্রের খবর, ‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় নাকি অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় নিমরত কৌরের। তারপর থেকেই নাকি তলানিতে ঠেকেছে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক।কিন্তু একটা সময় নিমরতের সামনেই ঐশ্বর্যর প্রশংসা করতে দেখা গিয়েছিল অভিষেককে। নিমরত অভিষেক ঐশ্বর্য্যর দাম্পত্যের বয়স শুনে বলেছিলেন ১৫ বছর কারুর দাম্পত্য টেকে নাকি? জবাবে সুখী দাম্পত্যের কৃতিত্ব স্ত্রীকে দিয়ে অভিষেক জানিয়েছিলেন আমার স্ত্রী সত্যিই ব্যতিক্রমী। সবসময়ে আমার পাশে থেকেছে। আমি ও আমার গোটা পরিবারই নিজেদের সৌভাগ্যবান মনে করি। চলচ্চিত্র জগতেরই মানুষ ঐশ্বর্য। সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ, ও আমার আগে থেকেই চলচ্চিত্র জগতে রয়েছে। তাই দিনের শেষে বাড়ি ফেরার পরে কেউ যদি বুঝতে পারে, আমি একটা খারাপ দিন কাটিয়ে এসেছি, সেটা আমার কাছে বড় পাওনা।’ অভিনেতা আরও বলেন, ‘জীবনের অতি কঠিন পরিস্থিতি সামলে নিয়েছে ঐশ্বর্য। এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। আমরা খুবই সংবেদনশীল। তাই এমন পরিস্থিতি আসে, যখন মনে হয় আমরা রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনও করতে দেখিনি।’ নেটিজেনদের মতে ঐশ্বর্যের সম্পর্কে বলা সেই প্রশংসাই কি কোথাও হিংসা জাগিয়েছিল নিমরতের মনে? আর সেই কারণেই কি পরবর্তীতে ঐশ্বর্য্য অভিষেকের দাম্পত্য ভাঙ্গার পিছনে নিমরাতের অবস্থান?