
তামসী রায় প্রধান,অযোধ্যাঃ রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সাজ সাজ রব অযোধ্যা জুড়ে। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে অযোধ্যায় মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার মূর্তি নতুন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন তিনিই। তার আগে ৩০ ডিসেম্বর শনিবার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, গোয়া, হায়দরাবাদ, এবং আহমেদাবাদ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রের খবর, এই আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।
উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জাইভার সিং জানিয়েছেন, অযোধ্যায় ১৭৮ একর জমির ওপর একটি বিমানঘাঁটি ছিল। আরও কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। তিনি আর বলেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে এই বিমানবন্দর। এখন সেটিই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে। বিমানবন্দরের প্রথম ধাপের নির্মাণের জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে ১৪৫০ কোটি টাকা। আগামী ৫ জানুয়ারি, ২০২৪ থেকে শুরু হবে উড়ান পরিষেবা।