
তিতাস বসু,ওঙ্কার ডেস্ক : সব জল্পনার অবসান। বড়পর্দায় ‘দাদা’র ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এর আগে মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় বড়পর্দায় কাকে দেখা যাবে তা নিয়ে জোর গুঞ্জন চলছিল। উঠে এসেছিল রণবীর কাপুর,হৃত্বিক রোশন সহ একাধিক অভিনেতার নাম। তবে শেষমেষ এই ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। শীঘ্রই শুরু হবে শুটিং। চিত্রনাট্য লেখার কাজ শেষ। এর আগে বড় পর্দায় মহেন্দ্র সিংহ ধোনির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। মহম্মদ আজহার উদ্দিনের চরিত্র দেখা গিয়েছে ইমরান হাশমিকে। ‘৮৩’ ছবিতে রণবীর সিং কে দেখা গিয়েছিল কপিল দেবের ভূমিকায়। এবার সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় আয়ুষ্মান খুরানা কেমন কাজ করেন, সেদিকে নজর রয়েছে মহারাজের অনুরাগীদের।