
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর: নিম্নমারের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে এই অভিযোগে রাস্তার তৈরির কাজ আটকে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওর এলাকায় । জানা গেছে হিলি ব্লকের তিওর এলাকার প্রাচী মোড় থেকে বাঙালী পুর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কাজ চলছে। কয়েকদিন আগে যেটুকু রাস্তার কাজ সম্পন্ন হয়েছে তা ইতিমধ্যেই উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর তাই রাস্তা তৈরীর কাজ রুখে দিল গ্রামবাসীরা। তাদের অভিযোগ নিম্নমানের সামগ্রীতে রাস্তার কাজ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার চটা। এই কারণে ক্ষুব্ধ বাসিন্দারা লরিতে থাকা সামগ্রী আটক করে বিক্ষোভ দেখান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।