
ওঙ্কার ডেস্ক:বাগদা উপনির্বাচনের বিজেপির প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ।বাগদার স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের বৈঠক হেলেঞ্চাতে।আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন।শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও।কিন্তু প্রার্থী নির্বাচন করতে গিয়ে বিপাকে গেরুয়া শিবির।সূত্রের খবর এই কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর পার্থী হতে পারেন খবর ছড়িয়ে পড়তেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা ও কর্মীদের দের একাংশ। শনিবার সকালে হেলেঞ্চায় একটি বৈঠক করেন তারা। এরপরে সাংবাদিক বৈঠক করে স্থানীয় বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়েছেন উপনির্বাচনে তারা স্থানীয় প্রার্থী চান ।শান্তনু ঠাকুরের স্ত্রীকে তারা মেনে নেবেন না।তাদের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীকে প্রার্থী করলে ,বাগদা কেন্দ্র থেকে পরাজিত হবে বিজেপি।এই ঘটনাকে কটাক্ষ করেছে তৃনমূল ও।