
প্রতীতি ঘোষ, বাগদা : রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই তৃণমূল এই ৪ কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করে দেয়। সেইমত বাগদার তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। আগামী ১০ জুলাই হবে উপনির্বাচন। হাতে গুনে আর মাত্র কয়েকটি দিন বাকি উপনির্বাচনের। প্রতিটি দলই ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এদিন বাগদা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুরের সমর্থনে গোবড়াপুর থেকে কলমবাগান পর্যন্ত পদযাত্রা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস নেত্রী তথা যাদবপুরের সংসদ সায়নী ঘোষ । গাড়াপোতা কালী মন্দিরে পুজো দেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নি ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে সাধারণ মানুষকে বললাম । ক্যান্ডিডেট ফ্রেশ, ইয়াং । মানুষ চায় নতুনদের জায়গা দিতে । কদিন আগে অনশন করেছে। মায়ের কাছে কামনা করলাম আগামী দিনে ওর রাজনৈতিক পথ চলা যেন সুমসৃণ হয় ।