
সুকান্ত চট্টোপাধ্যায়,বাগদা: আগামী ১০ ই জুলাই বাগদা সহ বাংলার চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। প্রার্থী বাছাইয়ের পাশপাশি প্রচারের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলি।এবার বাগদার বিধানসভা এলাকার উন্নয়নের জন্য এই কেন্দ্র থেকে একজন মতুয়া প্রার্থী কে দাঁড় করাবার দাবি তুললেন তৃণমূল পন্থী মতুয়াদের একাংশ।
তাদের দাবি এর ফলে মতুয়াদের ও বাগদার উন্নয়ন সম্ভব হবে। মঙ্গলবার এই নিয়ে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের হেলেঞ্চা হাইস্কুল সংলগ্ন মন্দিরে মতুয়া ভক্ত ও কর্মকর্তারা একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে তারা এমনই সিদ্ধান্ত গ্রহণ করেন। মতুয়া মহা সংঘের সভাপতি তথা অন্যান্য সদস্যরা বলেন ‘বনগাঁ লোকসভার নির্বাচনে, ভোটের নিরিখে তৃনমূলের পরাজয় হয়েছে।আমরা চাই এই বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রটি জিতে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে। সে কারণেই আমরা বাগদার ভূমিপুত্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে তৃণমূল পার্টি করার দাবি জানাচ্ছি। অপরদিকে তৃনমূল পন্থী ওই মতুয়া গোষ্ঠীর এই সিদ্ধান্তের সমালোচনা করতে ছাড়েনি বিজেপি।