
প্রতীতি ঘোষ, বাগদা:
বিধানসভা ছেড়ে যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর।বর্তমান যুগের সঙ্গে তাল দিতে তাকে কম্পিউটার শিখতে হচ্ছে বলে জানালেন সংবাদ মাধ্যমকে।পাশপাশি ঠাকুর পরিবারের অন্তর্দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সদ্য নির্বাচিত বিধায়ক।
সদ্য শেষ হওয়া উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্না ঠাকুর।শপথ গ্রহণের পর নিয়মিত বিধান সভায় যাচ্ছেন ও তিনি।এরই ফাঁকে শনিবার তাকে দেখা গেলো পরীক্ষা দিতে ।তিনি পরীক্ষা দিতে এসেছিলেন হাবড়ার একটি যুব কম্পিউটার সেন্টারে।এই বিষয়ে মধুপর্না জানান, বর্তমানে তিনি দেড় বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন।সেই কোর্সের পরীক্ষা দিতেই এদিন হাবরার যুব কম্পিউটার সেন্টারে এসেছেন তিনি।।পরীক্ষাও বেশ ভালো হয়েছে। বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স টি তিনি করছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।পাশপাশি ঠাকুর পরিবারের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন আমি চেষ্টা করবো দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার।