
নিজস্ব প্রতিনিধি, বাগদা : আগামী ১০ জুলাই বাগদা সহ রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন। বাগদা বিধানসভায় বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। শনিবার বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সর্মথনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগদা সিন্দ্রানী বাজারে জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা।তিনি বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল সাফ হয়ে যাবে।এদিনের সভা থেকে চব্বিশের লোকসভায় রাজ্যে বিজেপির বেহাল দশার কারণও ব্যাখা করেন তিনি। তাঁর দাবি, রাজ্যের সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জিতেছিলেন বিশ্বজিৎ দাস. তারপর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন. লোকসভা ভোটে তাঁকে বনগাঁ থেকে প্রার্থী করেছিল শাসকদল. তার আগেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন বিশ্বজিৎ। তাই এবার এই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। ঠাকুরবাড়ি থেকে প্রার্থী দিয়ে তৃণমূল মাস্টারস্ট্রোক দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।