
ওঙ্কার ডেস্ক:সোমবার বিকালে বড়ঞাতে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। এদিন প্রথমে তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ুয়ার সুন্দরপুর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন । তারপর পায়ে হেঁটে জনসংযোগ করেন।স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে তৃনমূলের প্রতিশ্রুতি পত্র তুলে দেন। এদিন তৃনমূলের এই ক্রিকেট তারকা কে দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ।সোমবারের প্রচারে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি আসিফ আহমেদ ও অসংখ্য তৃনমূল কর্মী ও সমর্থক।