
ওঙ্কার ডেস্ক:প্রেসিডেন্ট পদ ফুরানোর আগেই আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলের শাস্তি মুকুব করে হাজতবাস থেকে বাঁচালেন বাইডেন।দোষী সাব্যস্ত হওয়ার পর হোয়াইট হাউস থেকে জানানো হয় হান্টারের বিচার প্রক্রিয়ায় কোন রকম হস্তক্ষেপ করবেন না প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বিদায় নেওয়ার আগে ছেলেকে মুক্তি দিলেন তিনি, এবুং তিনি এও জানান ‘আজ আমি ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দিলাম। আমি প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বলেছিলাম, কখনও বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করব না। কিন্তু দীর্ঘদিন ধরেই দেখছি আমার ছেলে বলেই ওর সঙ্গে অন্যায় হচ্ছে। বেছে বেছে ওকেই টার্গেট করা হচ্ছে। তা সত্ত্বেও আমি এতদিন এই বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত ছিলাম।’ এবং কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা হয়তো আমেরিকার মানুষ বুঝবে। প্রসঙ্গত উল্লেখ্য,২০১৮ সালে পয়েন্ট ৩৮ রিভলবার কেনার সময় তিনি তার মাদক ব্যবহারের তথ্য গোপন করেন তিনি।বাইডেন পুত্র হান্টার জানান যে বন্দুক কেনার সময় তিনি মাদক আসক্তি থেকে মুক্তির চেষ্টা করছিলেন তাই আবেদন পত্রে তিনি তা ঊল্লেখ করেনি।কিন্তু সেই বছরই বাইডেন পুত্রকে দোষী সাব্যস্ত করে আদালত এবং বিশেষজ্ঞরা সেই সময় জানিয়েছিলেন তিনি যে সমস্ত আইনে দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার অন্তত ২৫ বছরের সাজা হওয়া উচিত,কিন্ত হয়তো তিনি এক বছর ও তা পাবেন না। তখন হস্তক্ষেপ না করলেও বিদায় নেওয়ার আগে ছেলেকে ক্ষমা করেই দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন।