
শঙ্কু কর্মকার, বালুরঘাট : তিন বছর আগে দত্তক নেওয়া চকরাম প্রসাদ গ্রামের একমাত্র রাস্তার সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার বৃহস্পতিবার দুপুরে রাস্তা সংস্কারের কাজ খতিয়ে দেখেন
মন্ত্রীর সংসদীয় তহবিল থেকে বরাদ্দ করা ৫০ লক্ষ টাকার সাহায্যে প্রায় ২৩০০ মিটার রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশাসনের দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাস্তার সংস্কার শুরু হওয়ায় গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এদিন এলাকা পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, “গ্রামবাসীদের বহুদিনের দাবি মেনে এই রাস্তার সংস্কারের জন্য সংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এবার এলাকার বাসিন্দাদেরই দায়িত্ব নিতে হবে, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে।”
স্থানীয়দের মধ্যে রাস্তা সংস্কারের কাজ নিয়ে উচ্ছ্বাস দেখা গেলেও, কেউ কেউ এখনো কাজের মান নিয়ে উদ্বিগ্ন। তবে মন্ত্রীর উপস্থিতি এবং উদ্যোগে আশার আলো দেখছেন চকরাম প্রসাদের মানুষজন।