
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা: ১১ মাসের এক শিশুকে ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় হাতে নাতে গ্রেফতার এক মহিলা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল 8:51 মিনিট নাগাদ বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেনে একজন মহিলা একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের সন্দেহ হয়। ওই বাচ্চার একাধিকবার কান্নার শব্দ শুনেও ওই মহিলা কোন গুরুত্ব না দেওয়ায় , সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে চায়। পাচারকারী মহিলা জানান কোন বাচ্চা নয়,ব্যাগে মুরগি আছে। ওটা মুরগির ডাক। তখন আরো সন্দেহ হয় মহিলা যাত্রীদের। মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করেন।এবং ব্যাগের ভিতর থেকে মৃতপ্রায় একটি শিশু কে দেখা যায়। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এভাবেই তিনি শিশু নিয়ে যান। অবশেষে বিরাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে রেলওয়ে পুলিশকে খবর দেয় যাত্রীরা। সাথে সাথেই নিমতা থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে এবং ওই মহিলাটিকে ও আটক করা হয়েছে।এবং সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।