
ওঙ্কার ডেস্ক:বাংলাদেশ নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত ভারতে! বুধবার নারায়ণগঞ্জের এক সভা থেকে মমতা কে খোঁচা দিলেন ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবসরপ্রাপ্ত)জাহাঙ্গির আলম চৌধুরী। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে, এই বিষয়ে তিনি আরো বলেন বাংলাদেশে থাকা অনেকেই আমাদের পরিবারের সদস্য এবং তাদের কোনো অসুবিধে হলএ আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব, তাছাড়াও বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই সেই মন্ত্যবের সুর টেনে তিন দিনের মাথায় নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কর্মসূচিতে যোগ দিতে গিয়ে জাহাঙ্গির আলম বলেন,‘‘বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত।” তিনি আরো বলেন বাংলাদেশে অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকলেও ভারত বাংলাদেশ সীমান্তে নেই কোনো উত্তেজনা, এই নিয়ে ধারাবাহিক ভাবে অপপ্রচার করছে ভারত সরকার এবং এই সবই হয়তো ভারতের কোনো এক বড় চক্রান্ত এবং তিনি আরো জানান ‘‘আমরা ঐক্যবদ্ধ ভাবে সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করব।’