
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য ভোটগ্রহণ ৭ জানুয়ারি। আসন্ন নির্বাচন নিয়ে সে দেশে বাড়ছে উত্তাপ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে।
বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানাল, ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র সেহেলি সাবরীন জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত, জাপান, প্যালেস্টাইন, ওআইসি এবং আরব লিগ। তবে নির্বাচন পর্যবেক্ষণ করবে কি না, সেটা এখনও নিশ্চিত করে জানায়নি মার্কিন যুক্তরাষ্ট্র।