
প্রতীতি ঘোষ,পেট্রোপোল:
অবশেষে পূর্ব প্রতিশ্রুতি মতো পদ্মার ইলিশের প্রথম লট এসে ঢুকলো ভারতের পেট্রোপোল সীমান্তে । বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ প্রথম গাড়িটি উত্তর চব্বিশ পরগনার বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে। ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে। পাশাপাশি ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট ২৫ থেকে ৩০ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে বলে জানিয়েছে ইমপোর্ট সংস্থার আধিকারিক।শুক্রবার রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশ গুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবার থেকে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে এপার বাংলার বিভিন্ন খুচরা বাজারে। আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো ও তার ঊর্ধ্বে হলে আনুমানিক মূল্য ২০০০ টাকা হতে পারে বলে জানা গেছে।