অনুপ রায়,হাওড়া : পুজোর আগেই ভোজনরসিক বাঙালিদের জন্য সুখবর। পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করলো বাংলাদেশ সরকার। হাওড়ার পাইকারি মাছ বাজারে শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এরাজ্যে ঢুকেছে এবং শুক্রবার থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ। হাওড়ার মৎস্য অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান,২২টি ট্রাকে ৭০ মেট্রিক টন ইলিশ মাছ ঢুকেছে হাওড়ার পাইকারি বাজারে।
বাংলাদেশের ইলিশ বাংলায় চলে এলেও দামের কারণে এখনও তা আম বাঙালির ধরাছোঁয়ার বাইরেই। দাম শুনে বাঙালির প্রশ্ন আদৌ পাতে পড়বে তো বাংলাদেশের ইলিশ? যদিও মৎস্য অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশ্বাস দিয়েছেন ইলিশের রপ্তানি বাড়লে, সেই অনুযায়ী দামও কমবে।