
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: ‘ভারতে অনেক নিরাপত্তা রয়েছে এবং শান্তির জায়গা। এখানে এসে কোন অসুবিধা হয়নি।’ এমনটাই বলছেন অশান্তির আবহে ভারত থেকে বাংলাদেশে ফেরত যাওয়া নাগরিকরা। কেউ এসেছিলেন চিকিৎসা করাতে কেউ বা এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। কিন্তু নদীয়ার গেদে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় তাদের চোখে মুখে দেখা গেল আতঙ্কের ছায়া।
বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সেদেশে অশান্তি তৈরী হয়েছে। অভিযোগ উঠেছে, পদ্মাপাড়ের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে সেই আবহে কিছুটা হলেও ভয়ে রয়েছেন ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশীরা।
চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা তৈরী হয়েছে। দুই দেশেই সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মানুষ। সেই আবহে বাংলাদেশে শান্তি ফেরানো নিয়ে বার্তা দিয়েছে ভারত সরকার। মহম্মদ ইউনুসের সরকারের কাছে দেশে শান্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ।
ভিডিও দেখুন-