ওঙ্কার ডেস্কঃ মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। সূত্রের খবর, ঢাকা থেকে সেটি দুবাইতে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই বাধে বিপত্তি। কিছুক্ষণ মাঝ আকাশে ঘোরার পর নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেতে বাধ্য হয় বিমানটি।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে কমপক্ষে চারশোরও বেশি যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করে বাংলাদেশি উড়ানটি। তবে বিমানটি ঠিক কবে এসে নাগপুর বিমানবন্দরে পৌঁছেছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালেই মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দরের তরফে এর সত্যতা স্বীকার করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করলেও বিমানের সব যাত্রীকেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে ঠিক কী কারণে এমন সমস্যা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিমানটিতে যারা রয়েছেন সবাই বাংলাদেশের নাগরিক কী না তাও জানা যায়নি।