
ওঙ্কার ডেস্ক:চিন্ময় দাস প্রভুর পর গ্রেফতার আরো দুই সন্ন্যাসী – বাংলাদেশে এখনও অব্যাহত হিন্দুদের উপর অত্যাচার ।
বাংলাদেশে ফের ‘অন্যায়’ ভাবে গ্রেফতার দুই সন্ন্যাসী। শনিবার চিন্ময় প্রভুর সাথে জেলে দেখা করতে আসার পরই গ্রেফতার করা হয় সন্ন্যাসী শ্যাম প্রভু এবং আরেক জন সন্ন্যাসীকে,যার নাম এখনও জানা যায়নি । উল্লেখ্য হিন্দুদের উপরে ইউনুস সরকারের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে গত ২৬ শে নভেম্বর গ্রেফতার হন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বাংলাদেশের হাইকোর্ট তাকে জেল হেফাজত দেওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেল হেফাজতে থাকাকালীন তার খাবার এনে দেওয়ার জন্য একটি পারমিট ইসু করে কোর্ট, কিন্ত তার জন্য খাবার আনার পর শ্যাম প্রভু সহ আরো একজনকে কোন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ। অপরদিকে ২৬ শে নভেম্বর চিন্ময় প্রভুর জেল হেফাজতের পর কোর্ট চত্বরে তৈরি হওয়া উত্তেজনা ও মারামারির ফলে মৃত্যু হয় চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামের, এবং এই ঘটনার বিরুদ্ধে ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাইফুলের বাবা, এবং পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে ৯ জনকে। সব মিলিয়ে বাংলাদেশে অরাজকতা অব্যাহত। হিন্দুদের উপর বেড়ে চলা এই অত্যাচারের জেরে বাংলাদেশে চরম বিপাকে পড়েছে হিন্দু সংখ্যালঘুরা।