
ওঙ্কার বাংলা ডেস্ক: বাংলাদেশিদের জন্য ভারত ভিসা সংখ্যা বাড়াবে বলে জানালেন বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর দুই দেশের মধ্যে তিক্ততা চলছে। সেই আবহে সোমবার বাংলাদেশ সফর করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন মিস্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশসচিব।
রিজওয়ানা হাসান বলেন, ‘বিক্রম মিস্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।’ দ্বিপাক্ষিক বৈঠকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের তরফে। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতের বিদেশ সচিব বৈঠকে বলেন, বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সে বিষয়ে ভারত সরকার দায়ী না। এটি বিভিন্ন সংগঠনের কাজ। তবে তিনটি বৈঠকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ সুসম্পর্কের বিষয়ে আশাবাদী বলে জানা গিয়েছে।