
অরিন্দম হরি , বসিরহাট ঃ অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে স্বরূপনগর সীমান্তে গ্রেফতার ১০ অনুপ্রবেশকারী।
স্বরূপনগর থানার পুলিশ ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার স্বরূপনগর তারালি ও বিথারী সীমান্ত এলাকা দিয়ে এক শিশু সহ ১০ জন অনুপ্রবেশকারীকে যারা অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষীর বাহিনীর জওয়ানরা তাদেরকে আটক করে| এরপর ওই ১০ জনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ও পুলিশ তাদেরকে গ্রেফতার করে।অনুপ্রবেশকারীরা বাংলাদেশের যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা যায়। স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে।এরপর তাদেরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়।