
গোপাল শীল,সুন্দরবন:
ডুবে যাওয়া বাংলাদেশী ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। ওই বারোজন মৎস্যজীবি কে পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে।।
জানা গেছে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফ. বি. পারমিতা ৫ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে। তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার উদ্ধার হয় মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।