
অমিত কুমার দাস,কলকাতা: বাঁকুড়ার বড়জোড়ার BDO, SDO এবং ১৬৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার কে তলব করলো আদালত। আগামী ৮ ই আগস্ট তিনজনকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার।জেলা পরিষদের বাম প্রার্থী শ্যামল রায়ের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেন বিচারপতি।উল্লেখ্য শ্যামল রায় অভিযোগ করেন স্ট্রংরুমের বাইরে থেকে সিপিআইএমের পক্ষে ভোট দেওয়া ২৪৮ টি ব্যালট উদ্ধার করেন গ্রামবাসীরা।
কিন্তু স্ট্রংরুমের বাইরে ব্যালট পেপার পাওয়া গেল কেন তা জানার জন্যই প্রশাসনিক আধিকারিকদের তলব করেন বিচারপতি সিনহা। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নকল ব্যালট চাপিয়েছে গ্রামবাসীরা।তখন বিচারপতি সিনহা প্রশ্ন করেন গ্রামবাসীরা ব্যালট ছাপাবার টাকা পেল বা কোথা থেকে ।এই সব প্রশ্নের উত্তর পাবার জন্যই তিনজনকে আদালতে ডাকা হয়েছে বলেই মনে করা হচ্ছে