
শুভম কর্মকার, বাঁকুড়া : বাড়ি জল থৈ থৈ. গাড়ির চাকা ডুবে গেছে জমা জলে. ভাসছে রাজ্যসড়কও. বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই বাঁকুড়ার কোতুলপুরে ভাসল বিষ্ণুপুর- আরামবাগ রাজ্য সড়ক। বৃষ্টির জল জমে জলমগ্ন হয়ে পড়ল কোতুলপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে ঘটল বিপত্তি। এমন ঘটনায় এলাকার নিকাশী ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা।
ঘুর্ণাবর্তের প্রভাবে বাঁকুড়ার কোতুলপুরে প্রবল বৃষ্টি শুরু হয়। একদিকে এক নাগাড়ে বৃষ্টি আর অন্যদিকে, এলাকার বেহাল নিকাশী ব্যবস্থার কারণে জল জমতে শুরু করে কোতুলপুরের নেতাজী মোড় এলাকায়। হাঁটু সমান জল জমে যায় বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কেও.
রাজ্য সড়কে জল জমার জেরে প্রভাব পড়েছে যান চলাচলে। প্রতি বর্ষায় এক ছবি! কেন নির্বিকার প্রশাসন ? প্রশ্ন তুলে দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা.