
শুভম কর্মকার, বাঁকুড়া : প্রায় ১২৫ বছর ধরে জ্যান্ত কালী পুজো করছে বাঁকুড়ার ইন্দাসের মির্জাপুর গ্রাম। এখানকার সাঁতরা পরিবারের পূজোতে কোন মৃন্ময়ী মূর্তি নয়, মা কালীর আসনে নিষ্ঠা ভরে পূজিত হন পরিবারের বড় বৌমা। সাঁতরা পরিবারের সদস্য মহাদেব সাঁতরা এই পূজো প্রসঙ্গে বলেন, কেন এই নিয়ম টা জানা নেই। তবে সাত পুরুষ ধরে তাঁদের বাড়ির পূজোতে প্রতিমা তৈরী করা চলেনা, পরিবারের বড় বৌকেই মা কালী হিসেবে পূজা করা হয়। সাঁতরা পরিবারের সদস্য মহাদেব সাঁতরা এই পূজো প্রসঙ্গে আরও জানান , মানুষ এখন শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীবকে আরাধনা করাই শ্রেষ্ঠ। প্রায় ৩৮ বছর ধরে মা কালী হিসেবে পূজিতা হয়ে আসছেন হীরালালা সাঁতরা। রক্ত জবার মালা, রক্ত চন্দনের তিলকের সাজে বসেন পুজোর আসনে। তিনি জানান , পূজোর সময় তাঁর বাহ্যজ্ঞান থাকেনা, তাই সেই মুহুর্তের অনুভূতি বলা সম্ভব নয়। বহু বছর ধরে চলা এই ভিন্ন রকম কালি পুজোয় বেশ ভালরকম ভিড় হয়। জাগ্রত পুজো হিসেবে এই পুজার নামডাকও আছে আশেপাশের গ্রামে।