
সুভম কর্মকার ,বাঁকুড়া: তীব্র দহনে জ্বলছে বাঁকুড়া। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৩৯.২ ডিগ্রির আশেপাশে। কিন্তু শুধুমাত্র তাপমাত্রা নয়, বাঁকুড়ার মানুষকে জ্বালাচ্ছে ভ্যপসা গরম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১ শতাংশ। গরমের পাশাপাশি ভ্যাপসা আবহাওয়া জনিত কারনে নাজেহাল জেলাবাসী। সকাল থেকেই চড়া রোদ, বাড়িতে ফ্যানের তলায় বসেও রেহাই নেই। গলদঘর্ম হতে হচ্ছে জেলাবাসীকে। অন্তত এক পশলা বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে জেলাবাসী।