
সুকান্ত চট্টোপাধ্যায়ঃ বারাসত উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের। আগামী ৬ ডিসেম্বর থেকে টানা ৪ মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ২ বছর আগেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সম্প্রতি, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন। তাই সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসন সুত্রে খবর, উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না। সপ্তাহের ২ দিন শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুল। তবে বাকি দিন গুলি স্বাভাবিকভাবেই চলবে যানবাহন।প্রশাসনের পক্ষ থেকে পণ্যবাহী ট্রাক ও ভারি যানবাহন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেগুলি যাওয়ার জন্য ডাকবাংলো মোড় থেকে ঘুরে চাঁপাডালি মোড়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বন্ধ থাকবে উড়ালপুলের নীচে থাকা হকারদের দোকান গুলিও।
পুরসভার চেয়ারম্যান বলেন, সেতু সংস্কারের জন্য যে ২ দিন উড়ালপুল বন্ধ থকবে। ওয়ান ওয়ে রাস্তা দিয়ে অটো, টোটো ও গাড়ি চলাচল করবে। রাস্তা ঘুরে যাতায়াত করতে হবে যাত্রীদের।