
ওঙ্কার ডেস্ক:ছাত্র আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ। ছাত্র ও পুলিশ সংঘর্ষে মারা গেছেন কয়েকশত মানুষ।বিক্ষোভের জেরে সোমবার দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টালমাটাল পরিস্থিতিতে ওপার বাংলায় সর্বস্ব খুঁইয়ে কোলের শিশুকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে পৌঁছলো বর্মন পরিবার। এই ঘটনা প্রসঙ্গে বাংলা দেশের নাগরীক নরেন বর্মন জানান, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম শিশু পরিবারকে নিয়ে,। রাত বারো টা নাগাদ বাঙলাদেশের ভেতরেই কিছু যুবক আমাদের গাড়িটিকে আটকায় এবং যা কিছু সঙ্গে আছে তাদের হাতে তুলে দিতে বলে,। তাই সঙ্গে থাকা নগদ টাকা সোনা দানা সবই দিয়ে দিতে হয়েছে ।কোলে দুধের শিশুকে নিয়ে বিউটি দেবী বলেন, সঙ্গে যা ছিলো সব কেড়ে নিয়েছে , কোনমতে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।
বর্তমানে চ্যাংরাবান্দ্দা সীমান্তের ভারতীয় কাস্টমস অফিসে আশ্রয় নিয়েছে বর্মন পরিবার।এখন ভারতে থাকবেন,না বাংলাদেশে ফিরে যাবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না তারা।