
প্রতীতি ঘোষ,ব্যারাকপুরঃ তাল ঝুললো ব্যারাকপুর শিল্পা তালুকের আর এক চটকলে। বন্ধ হয়ে গেলো শ্যামনগর গৌরীশংকর জুটমিল। শ্রমিক- মালিক অসন্তোষের জেরে হয়ে বন্ধ হয়ে গেলো বলে খবর। বেকার হলেন কয়েকশ শ্রমিক।
সামনেই লোকসভা নির্বাচন। ঠিক তার ভাগেই তাল ঝুললো ব্যারাকপুর শিল্প তালুকের আর এক চটকলে। বন্ধ হয়ে গেলো শ্যামনগর গৌরীশংকর জুটমিল। বকেয়ার পাওনার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছিল চটকল শ্রমিকেরা। অভিযোগ, গৌরীশংকর জুটমিলের শ্রমিকদের দৈনিক মজুরি তা অত্যন্ত কম। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত হলেও তা এখনো কার্যকর করেনি মিল কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকেই শুরু হয় শ্রমিক বিক্ষোভ।
ঘোষ পাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকেরা।এর মাঝেই মিল বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। স্থানীয় কাউন্সিলর তথা শ্রমিক নেতা পঙ্কজ দাস বলেন, মালিক কর্তৃপক্ষের কিছু গাফিলতির জন্য আজ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।লোকসভা নির্বাচনের আগে গৌরীশংকর জুটমিল বন্ধ হবার ফলে বেকার হলেন প্রায় দু হাজার শ্রমিক।