
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: প্রতিবেশী দুই মহিলার মধ্যে জামা কাপড় মেলা কে কেন্দ্র করে বচসার জেরে প্রাণ গেল এক ৬৯ বছর বয়সের বৃদ্ধের।
রবিবার রাতে এক বৃদ্ধকে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল হালিশহর থানার অন্তর্গত হাজিনগরের 20 নম্বর ওয়ার্ড, বালুর পাড়া এলাকায়। সূত্রের খবর অনুযায়ী এদিন প্রতিবেশী
দুই মহিলার মধ্যে জামা কাপড় মেলা কে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। এরপর এক মহিলার বাবা বছর 69 এর পরেশ নাথ সাউ ঝামেলা থামাতে আসলে অপর এক মহিলা নিশা চৌধুরী ও তার স্বামী অজয় চৌধুরী এবং তার ভাই বিক্কি চৌধুরী এসে ওই বৃদ্ধকে লাঠি, বাস দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনাক্রমে তাকে নৈহাটি হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এরপর হালিশহর থানাতে একটি খুনের মামলা দায়ের করে ।শুরু হয় তদন্ত।
ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুজনকে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।