
অরিন্দম হরি,সন্দেশখালি: অশান্ত সন্দেশখালিতে শান্তি ফিরিয়ে আনা,এবং শেখ শাহজাহান ও শিবু হাজরাকে গ্রেফতারের দাবিতে এলাকায় শান্তি মিছিল করে এস পি অফিসে ডেপুটেশন জমা দিলো আই এস এফ । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বসিরহাট এসপি অফিস অভিযান করে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট অর্থাৎ আই এস এফ ।এদিন সকালে বসিরহাট ব্রীজের উপর দিয়ে এসে আইএসএফের এক বিশাল মিছিল এসে জড়ো হয় বসিরহাট এসপি অফিস চত্বরে। তারপরে এসপি অফিসের সামনে রাস্তায় বসে শান্তিপূর্ন ভাবে প্রতিবাদ দেখায় আই এস এফ। এবং চারজনের একটি দল গিয়ে ডেপুটেশন জমা দেয়।তবে এই মিছিলের কথা মাথায় রেখে শনিবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো এলাকায়।